Bangladesh

পরাগ অপহরণ কাণ্ডঃ রিমান্ডে যুব লীগের জুয়েল

পরাগ অপহরণ কাণ্ডঃ রিমান্ডে যুব লীগের জুয়েল

| | 25 May 2013, 02:12 pm
ঢাকা, নভেম্বর ২৩: যুব লীগের নেতা আমিনুল হক মোল্লা তথা জুয়েল মোল্লা ও আরেকজনকে শুক্রবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ছয় বছরের পরাগ মণ্ডলের অপহরণে জড়িত থাকার অভিযোগে।

 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাইয়েবুর রহমান শুভাদ্দা ইউনিওন ইউনিটের যুব লীগ সভাপতি জুয়েল ও তার বন্ধু আমির হুসেনকে রিমান্ডে নেন।

আমির অপহরণকারীদের এই অপরাধে নেতৃত্ব দিয়েছিল।
কেরানিগঞ্জের পুলিশ জুয়েল ও আমিরকে আদালতের সামনে পেশ করে তাদের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে।
ইতিমধ্যে, জুয়েলের মুক্তির দাবীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব গোষ্ঠী যুব লীগের নেতা ও সদস্যেরা আদালত চত্বরে একটি মিছিল বের করে।
বৃহস্পতিবার হাই কোর্ট সরকারকে এক সপ্তাহের সময় দেয় জবাবদিহি করতে যে কেন আমিরকে গ্রেফতার করার আদেশ এখনো দেয়া হয় নি।
কোর্টের এই শুনানির দু ঘণ্টা পরেই পুলিশ জুয়েলকে গ্রেফতার করে।
এখনো পর্যন্ত এই অপহরণ কাণ্ডে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেরানিগঞ্জের এক ব্যাবসায়ি বিমল চন্দ্র মণ্ডলের পুত্র পরাগকে একদল সশস্ত্র অপহরণকারী নভেম্বর ১১র সকালে অপহরণ করে যখন সে, তার দুই বোন ও মা স্কুলে যাবার জন্য গাড়িতে উঠছিল।
হিদ ইন্টারন্যাশানাল স্কুলের কেজি-১এর ছাত্র পরাগকে অপহরণের তিন দিন পরে উদ্ধার করা হয় কেরানিগঞ্জের অতিবাজার থেকে।