Bangladesh

চার সন্দেহভাজন জামায়াতকর্মী আটক
ঢাকা, অক্টোবর ২৭- পুলিশ বৃহস্পতিবার চার জামায়াতকর্মীকে হাতবোমাসহ ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি স্কুল থেকে আটক করেছে।
পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে এই আটকগুলি করা হেয়েছে।
চারজন স্কুলটির মধ্যে বৈঠক করবার সময় সেখান থেকে পুলিশ তাদের আটক করে, পুলিশ জানায়।
আব্দুস সবুর খান, মিজানুর রহমান দর্জি , নজরুল ইসলাম ও বিল্লাল হোসেন হল চার আটক ব্যাক্তির পরিচয়।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।