Bangladesh

আগুনে ভস্মীভূত হল তামাকের গোডাউন
ঢাকা, অগাস্ট ২৩: একটি বিধ্বংসী আগুনে শুক্রবার ভোররাতে ভস্মীভূত হল ঢাকায় অবস্থিত একটি তামাকের গোডাউন।
আকিজ গ্রুপের এক গোডাউনটি মানিকগঞ্জের গোলরা এলাকায় অবস্থিত।
এখনো অবধি এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর নেই।
দমকল বাহিনীর কর্মীরা জানান এই আগুন গোডাউন নম্বর ৫এ লাগে ভোররাত একটা নাগাদ ও চারদিকে ছড়িয়ে পড়ে।
মানিকগঞ্জ, আশুলিয়া, সাভার, ঢাকা, ধামরাই ও ঘিওর থেকে ছয়টি দমকলের ইঞ্জিন অনেক চেষ্টায় দুপুর আড়াইতে নাগাদ অগ্নি নির্বাপিত করতে সক্ষম হয়।
মানিকগঞ্জ দমকল বাহিনীর অধিকর্তা সুভাষ বারোই বলেন আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।
এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাপও এখনো করা হয় নি, তিনি বলেন।