Bangladesh

সকলের কাছে সাহায্যের হাত বাড়ান প্রধানমন্ত্রী হাসিনা

সকলের কাছে সাহায্যের হাত বাড়ান প্রধানমন্ত্রী হাসিনা

| | 05 Nov 2016, 12:23 pm
ঢাকা, নভেম্বর ৪ঃ একজন নেত্রী শুধু একটি দেশকে চালনা করবার জন্য জন্মান না। সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোয় তার একটি গুন।

আর শুধু তাই নয় দেশের গুনি মানুষদের  পাশে দাঁড়িয়ে তাদের কাছে সাহায্যর হাতটি বাড়িয়ে দিতে রাজি থাকা এমন নেতার কদর সবার কাছে বেশি।

 

ঠিক এমন একজন মানুষ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শুধু নেত্রী হিসেবে দেশকে উন্নতির পথে চালানো ওনার জীবনের ব্রত নয়। সকলে সাহায্য উনি করেন।

 

এই গুণের উদাহরণ বহুবার দেখা গেছে।

 

কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব কিছুদিন আগেই নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উনি এই মুহূর্তে অসুস্থ আছেন।


প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এহসানুল করিম সংবাদ মাধ্যমকে এই বিষয় জানিয়েছিলেন।

 

গণভবনে  কবি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন।

 


তারপরেই এই সিদ্ধান্তটি জানিয়েছেন সরকার।

 


কবি  গ্লুকোমা আক্রান্ত।


ওনার এখন বয়স ৬৮ বছর।

 

তবে শুধু এই অসুস্থ মানুষটির পাশেই নয়, দেশের এক তরুণ খেলোয়াড়কে আরও ভালো খেলার জন্য প্রেরণা যোগাবার জন্য এগিয়ে এসেছেন হাসিনা।

 


নিজে কতটা বড় মাপের মানুষ সেটি  অন্যরকমভাবে এক তরুণ ক্রিকেটারকে  সাহায্য করে হালে বুঝিয়ে দিয়েছেন মানুষকে।

 

যে মানুষ দেশের জন্য এনেছেন গর্বের মুহূর্ত, তাদের দিকে বাড়িয়েছেন সাহায্যের হাত।

 

ক্রিকেটের দুনিয়াতে বাংলাদেশের নতুন গর্ব মেহেদী হাসান মিরাজের জন্য পাকা বাড়ি গড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা।

 

সংবাদ মাধ্যমের সুত্র অনুযায়ী জানা যাচ্ছে যে বাড়ি বানানোর জন্য  উপযুক্ত স্থান খুঁজে বের করতে তিনি খুলনার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

 

খালিশপুরে টিনের চালের বাড়িতে নিজের অভিবাকদের সাথে থাকেন এই তরুণ ক্রিকেটার।

 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের বোলিং এর জাদুতে  ১৯ উইকেট নিয়ে খবরের শিরনামে এসেছেন মিরাজ।

 

বলা যায় যে শক্তিশালী ইংল্যান্ডকে একাই গুঁড়িয়ে দিয়েছেন উনি।

 

বাংলাদেশ এই সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে।