Bangladesh

কল্যাণপুর বস্তিতে আগুন

কল্যাণপুর বস্তিতে আগুন

| | 22 Jan 2016, 11:28 am
ঢাকা, জানুয়ারি ২২- শুক্রবার ঢাকার কল্যাণপুর নতুনবাজার এলাকায় পোড়াবস্তির একটি অংশআবার আগুনে পুড়ে গেছে, জানায় পুলিশ।

ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে যে সকালে এই আগুনের ঘটনা শুনে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে অবস্থা নিয়ন্ত্রনে আনে।

 

কিছু ঘর আবার পুড়ে গেছে বলে জানা গেছে।

 

বস্তিবাসী এই ঘটনার পেছনে নাশকতার হাত আছে বলে দাবি জানিয়েছেন।

 


গতকাল, এই বস্তিউচ্ছেদকে কেন্দ্র করে  কয়েক দফায় পুলিশের সঙ্গে  বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।

 

এই ঘটনায় বেশ কিছুজন আহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ পরে হাইকোর্ট বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করলে মাঝ পথেই ফিরে যায়।