Bangladesh

বাংলাদেশে ওষুধ বিক্রেতাদের হরতাল

বাংলাদেশে ওষুধ বিক্রেতাদের হরতাল

| | 25 May 2013, 02:49 pm
ঢাকা, ডিসেম্বর ১২: বাংলাদেশের ওষুধ বিক্রেতারা বুধবার তাদের ব্যাবসা বন্ধ রেখেছে তাদের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে।

 তারা জানিয়েছে এই বন্ধের মাধ্যমে তারা এই বৃদ্ধির প্রত্যাহার করার জন্য সরকারকে চাপ দিতে চায়।

 
"আজ দুপুর ২টো পর্যন্ত প্রায় ২ লাখ ওষুধের দোকান বন্ধ থাকবে," বাংলাদেশ চেমিস্ত অ্যান্ড দ্রাগিস্ত আসোসিয়েশানের সচিব আবুল কাসেম জানান।
 
বাংলাদেশে সাধারণত ওষুধের দোকান বন্ধ থাকে না।
 
খুচরা ওষুধের দোকানের লাইসেন্স ফি ৳ ১,৩০০ থেকে বাড়িয়ে ৳ ২,০০০ করা হয়েছে। গ্রামের ওষুধের দোকানগুলিকে ৳ ৬৫০-র জায়গায় ৳ ১,০০০ দিতে বলা হয়েছে যেটি আগের তুলনায় ৩৫ শতাংশ বেশী। 
 
এখন থেকে নতুন পাইকারি ওষুধের দোকান খুলতে লাইসেন্স ফি লাগবে ৳ ১০,০০০, আগে যেটি ছিল ৳ ৩,৭৫০। 
 
লাইসেন্স নবীকরণ ফি ৳ ৩,২৫০ থেকে ৳ ৫,০০০-এ স্থির করা হয়েছে।