Bangladesh

জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব নাঃ হাসিনা
ঢাকা, জুলাই ২৩- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের মানুষকে আবার একবার আশ্বাস দিয়েছেন যে উনি এই মাটি থেকে কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেবেন না।
উনি বলেন যে দেশের মানুষকে অনার সরকার শান্তি ও নিরাপত্তা দেবে।
"কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব না," হাসিনা বলেন।
এই কথাগুলি হাসিনা আজ এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবার সময় বলেছেন।
হাসিনা বলেন যে দেশের মানুষ যাতে শান্তি পান সেই ভাবেই ওনার সরকার কাজ করবে।
" আমি বিশ্বাস করি, অবশ্যই আমরা তা পারব," প্রধানমন্ত্রী বলেন।
প্রধানমন্ত্রী ধর্মের নামে জঙ্গিবাদী তৎপরতাকে নিন্দা করেছেন।
বেশ কিছু গুপ্তহত্যার মাঝে, এই মাসে দেশের মাটিতে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা ঘটে।