Bangladesh

 জঙ্গি আস্তানা থেকে বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

জঙ্গি আস্তানা থেকে বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

| | 22 Apr 2017, 10:04 am
ঢাকা, এপ্রিল ২২ঃ দেশের আইন-শৃঙ্খলা বাহিনী আবার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে।

এই অভিযানের ফলে এই আস্তানা থেকে বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।


এই জঙ্গি আস্তানাটি ঝিনাইদহে উপস্থিত ছিল।


শনিবার বেলা ২টার দিকে চার ঘণ্টা ৪৫ মিনিটের ‘সাউথ প’ বা দক্ষিণের থাবা নামের অভিযানটি চালান আইন-শৃঙ্খলা বাহিনী।


খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহাম্মদ অভিযান শেষে সাংবাদিকদের এই বিষয় জানান।

 

২০টি কেমিক্যাল কন্টেইনার, ছয়টি বোমা, তিনটি সুইসাইডাল ভেস্ট, নয়টি সুইসাইডাল বেল্ট, ১০০ প্যাকেট লোহার বল, বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির বৈদ্যুতিক সার্কিট, বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম, জিহাদি বই, পিস্তল, একটি চাপাতি, একটি মোটরসাইকেল এই বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন দিদার আহাম্মদ।

 

আজ পর্যন্ত, দেশের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে।

 

গত বছর, গুলশানে একটি ক্যাফেতে হামলায় ২০ জন  ব্যাক্তি হারান।

 

নিহতদের মধ্যে ছিলেন বিদেশীরা।