Bangladesh

মাহমুদুরের মুক্তির দাবীতে সাংবাদিকদের অনশন

মাহমুদুরের মুক্তির দাবীতে সাংবাদিকদের অনশন

| | 26 May 2013, 06:21 am
ঢাকা, এপ্রিল ১৩: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি দল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যেরা সোমবারে অনশনে বসবেন বাংলা দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবীতে।

 সকাল ১০টা থেকে সাংবাদিকরা একটি চার ঘণ্টার প্রোগ্রাম শুরু করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে।

 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী এই কর্মসূচি ঘোষণা করেন শনিবার, প্রেস ক্লাবের সামনে তাদের ধর্নার দ্বিতীয় দিনে।
 
তিনি জানান সাংবাদিকরা তাদের আন্দোলন জারি রাখবে, রবিবার পয়লা বৈশাখের জন্য বিরাম নিয়ে।  
 
রহমানকে বৃহস্পতিবার ১৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।
 
আদালত এই নির্দেশ দেয় ঢাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পরেই।
 
রহমানকে গ্রেফতার করা হয় হাই কোর্টের একটি ডিরেক্টিভের পরিপ্রেক্ষিতে, যেটি চার মাস আগে দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে গত বছর প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক এবং একটি প্রবাসী বাংলাদেশী আইনি বিশেষজ্ঞ, আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কথোপকথনের ওপর সংবাদ প্রকাশ করার অভিযোগে।
 
বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাঁকে তাঁর সংবাদপত্রের দপ্তর থেকে গ্রেফতার করে যেখানে তিনি মামলা দায়ের করার পর থেকে আশ্রয় নিয়েছিলেন।
 
তাঁকে মিন্টু রোডে গোয়েন্দা শাখার সদর দপ্তরে রাখা হয় আদালতে হাজির করার আগে।
 
তাঁর গ্রেফতারের পর জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে - একদিকে, সাংবাদিকদের একটি দল এই গ্রেফতারকে বিরোধ করছে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে আক্রমণ বলে অভিযোগ করে, আরেকটি দল এই গ্রেফতারকে সমর্থন করছে।
 
শাহবাগ গণজাগরণ মঞ্চ সহ অনেক সংস্থা রহমানের গ্রেফতারের দাবী করেছিল এই বলে যে তিনি ধর্মান্ধতা প্ররোচিত করছেন ব্লগ ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ছেপে যেখানে ইসলামের নিন্দা করা হয়েছে।
 
তারা অভিযোগ করেন যে রহমান সেই সব পোস্টগুলি লেখার জন্য শাহবাগের আন্দোলনকারীদের দায়ী করতেন।