Bangladesh

জেলহত্যাঃ হাশেম, মারফাত, মুসলেমুদ্দিনের ফাঁসি

জেলহত্যাঃ হাশেম, মারফাত, মুসলেমুদ্দিনের ফাঁসি

| | 26 May 2013, 07:03 am
ঢাকা, এপ্রিল ৩০: সুপ্রিম কোর্ট মঙ্গলবার তিন প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য - রিসালদার মুসলেমুদ্দিন, দাফাদার মারফাত আলি ও দাফাদার আব্দুল হাশেম মৃধার ফাঁসির সাজা বজায় রাখে ঐতিহাসিক জেলহত্যাকাণ্ডে।

 আরো আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও বজায় রাখা হয়।

 
যে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়, তারা হলেন - খন্দেকার আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রশিদ চৌধুরী, আহমেদ শরিফুল হোসেন, আব্দুর মাজেদ, কিসমত হাসেম ও নাজমুল হোসেন।
 
এরা সবাই এখনো পলাতক।
 
সুপ্রিম কোর্ট তার এই নির্ণয় শোনায় হাই কোর্টের বিচারের বিরুদ্ধে সরকারের দ্বারা দায়ের করা এক আপীলের ভিত্তিতে।   
 
চারজন রাষ্ট্রীয় নেতা - সায়েদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কাম্রুজামান এবং ক্যাপ্টেন মনসুর আলিকে  নভেম্বর ৩, ১৯৭৫ এ ঢাকা কেন্দ্রীয় জেলের ভেতরে হত্যা করা হয়।  
 
অক্টোবর ২০, ২০০৪এ  মহানগর দায়রা কোর্টের বিচারপতি মতিউর রহমান মুসলেমুদ্দিন, মারফাত আলি ও মৃধাকে মৃত্যুদণ্ড এবং আরো ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।
 
কিন্তু  ২০০৮ এ হাই কোর্ট মুসলেমুদ্দিনের শাস্তি অব্যাহত রাখলেও মারফাত আলি ও মৃধাকে জেলহত্যার আরোপ থেকে ছেড়ে দিয়েছিল।
 
যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পাওয়া চারজনকেও ছেড়ে দেওয়া হয়েছিল।