Bangladesh

'বন্দুকযুদ্ধে' দুই নিহত
মুম্বাই, অক্টোবর ২৮- শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে 'বন্দুকযুদ্ধে' দুই ব্যাক্তি পাবনার সাঁথিয়া উপজেলায় প্রান হারিয়েছেন।
র্যাব দাবি করেছে যে তারা চরমপন্থী দলের সদস্য।
এই বন্দুকযুদ্ধ ঘটে আতাইকুলা এলাকায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দুই ব্যাক্তির পরিচয় হল বিপলু (২৮) ও ময়েন উদ্দিন।
দুটি বন্দুক ও কিছু গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
আতাইকুলা থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা এই দুই ব্যাক্তির বিরুদ্ধে আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।