Bangladesh

হিন্দু মন্দির-ঘর হামলাঃ শ্রিংলাকে শেখ হাসিনার সাথে দেখা করতে নির্দেশ দিল ভারত

হিন্দু মন্দির-ঘর হামলাঃ শ্রিংলাকে শেখ হাসিনার সাথে দেখা করতে নির্দেশ দিল ভারত

| | 06 Nov 2016, 10:45 am
ঢাকা, নভেম্বর ৬ঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোববার বাংলাদেশে অবস্থিত হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দেশে হিন্দুদের উপরে হামলার বিষয় উদ্বেগ প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন।

নিজের টুইটারে স্বরাজ লিখেছেনঃ "আমি ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে বলেছি ও আমাদের গভীর উদ্বেগের কথা জানাতে বলেছি।”

 

কিছুদিন আগে নাসিরনগরে হিন্দু এলাকায় হামলায় মন্দির ভাংচুর থেকে শুরু করে  ঘর-বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার আবার এই অঞ্চলে কিছু বাড়িতে ও মন্দিরে আগুন লাগানো হয়।

 

এই ঘটনাগুলির সাতেহ জড়িত থাকার সন্দেহে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।