Bangladesh

সিলেটে কলেজছাত্রীকে ছুরিকাঘাত: আসামীকে শাস্তি দেওয়া হবে, জানালেন মন্ত্রী

সিলেটে কলেজছাত্রীকে ছুরিকাঘাত: আসামীকে শাস্তি দেওয়া হবে, জানালেন মন্ত্রী

| | 04 Oct 2016, 08:23 am
ঢাকা, অক্টোবর ৪- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকামাল কড়া ভাষায় মঙ্গলবার জানিয়েছেন যে সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় অপরাধীকে শাস্তি দেওয়া হবে।

উনি বলেন যে অপরাধী যে কোনও দলের হলেও তাঁকে শাস্তি দেওয়া হবে।

 

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ছুরি দিয়ে হামলা করবার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বদরুল ইসলামকে।

 

সংবাদ মাধ্যম সুত্রে খবর অনুযায়ী, সে শাহজালাল বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক।

 

আজ এই বিষয় মন্ত্রী, সাংবাদিকদের জানানঃ "সরকারি দল হোক আর যে দলের হোক, যেই মতের লোক হোক, আমাদের যে পর্যায়ের লোক হোক, কাউকে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ছাড় দেন না।"

 

আহত ছাত্রী এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন।

 

মন্ত্রী আরও বলেনঃ " অপরাধীকে  অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।"

 

সিলেট সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে খাদিজাকে সোমবার বদরুল  ছুরি দিয়ে হামলা করেন।