Bangladesh

রাজন হত্যাঃ চার আসামীর মৃত্যুদণ্ড বহাল

রাজন হত্যাঃ চার আসামীর মৃত্যুদণ্ড বহাল

| | 11 Apr 2017, 09:07 am
ঢাকা, এপ্রিল ১১ঃ দেশের হাইকোর্ট মঙ্গলবার সিলেটের সবজিবিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার দায়ে যে চার আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের সাজা ভাল রেখেছে।

আদালত তিন আসামির সাত বছর করে কারাদণ্ড ও দুই আসামির এক বছর করে সাজার রায় দিয়েছে।

 

আদালত এই রায়ের পাশাপাশি,  যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির সাজা বদলে ছয় মাসের কারাদণ্ড করে দিয়েছেন।

 

আজকের রায়টি  দিয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

 

কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও পলাতক জাকির হোসেন পাভেল আহমদকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল ও সেটি আজ ভাল রাখা হয়েছে।

 

তবে, আদালত আজ কামরুলের সহযোগী নূর মিয়ার যাবজ্জীবনটি  ছয় মাসের কারাদণ্ডে বদলেছে।

 

চুরির অভিযোগ তুলে ২০১৫ সালের ৮ জুলাই  সিলেটে রাজন নামের ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

 

যারা এই হত্যা করেছিলেন তারা নিজেরাই ইন্টারনেটে এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে দিয়েছিল।

 

দেশজুড়ে, এই ঘটনাটির তীব্র নিন্দা করা হয়েছিল।

 

Image: Wikimedia Commons