Bangladesh

বিএনপির বন্ধে ঢাকায় জনজীবন বিঘ্নিত

বিএনপির বন্ধে ঢাকায় জনজীবন বিঘ্নিত

| | 26 May 2013, 04:13 am
ঢাকা, মার্চ ২৭: বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির জোটের ডাকা বন্ধে বুধবার ঢাকায় বিঘ্নিত হল জনজীবন।

 ১৮-পার্টির জোট একটি ৩৬-ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বুধবার থেকে তাদের গ্রেফতারিত নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে ও সরকারের দ্বারা পরিচালিত "গণহত্যার" প্রতিবাদে।

 
বুধবার সকাল থেকেই ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে, রাস্তায় যানবাহন প্রায় দেখাই যায় না, শপিং মলগুলি তালা মারা থাকে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকে।
 
মিরপুর, তেজগাঁও ও কমলাপুর থেকে ১৭টি বিস্ফোরণের খবর আসে। হাতিরঝিলে একটি সিএনজি চালিত তিন চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। 
 
ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ভাংচুর, সংঘর্ষ ও আটকের খবর আসে।        
 
হরতালকারীরা ঢাকার বিভিন্ন এলাকায় মিছিল বের করে। 
 
হিংসাত্মক ঘটনার খবর আসে তেজগাঁও, মিরপুর, ধানমণ্ডি, এলিফ্যান্ট রোড, বাঁশবু ও যাত্রাবাড়ী থেকে।
 
এই বন্ধ শুরু হয় বুধবার সকাল ৬টা থেকে ও এটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
 
সারা দেশে নিরাপত্তা আঁট করা হয়েছে। পুলিশ ও রাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশাল বাহিনী নিযুক্ত করা হয়েছে হরতালের সময় আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য।
 
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়াকে হরতালের আওতা থেকে বাইরে রাখা হয়েছে।