Bangladesh

শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ ব্যাক্তি আটক

শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ ব্যাক্তি আটক

| | 31 Oct 2016, 01:01 pm
ঢাকা, অক্টোবর ৩১- পুলিশ সোমবার এক ব্যাক্তিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে এক শিশু কে ধর্ষণ করবার চেষ্টার অভিযোগে আটক করেছে।

আটক ব্যাক্তির নাম হল বোরহান উদ্দিন।

 

পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বোরহান ও শিশুটির এক বাড়িতে থাকে।

 

শিশুটিকে রোববার বাড়ির কাছে কচুখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বোরহান, জানায় পুলিশ।

 

শিশুটি তার বাবা- মা কে  বিষয়টি জানালে তারপরে  পুলিশের কাছে অভিযোগ করা হলে এই ব্যাক্তিকে আটক করা হয়।