Bangladesh

আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে নাঃ হাসিনা

আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে নাঃ হাসিনা

| | 05 Apr 2017, 07:04 am
ঢাকা, এপ্রিল ৫ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জানিয়েছেন যে ওনার দ্বারা দেশের ক্ষতি করা হবে না।
আগামী ভারত সফরের বিষয় কথা বলবার প্রশঙ্গেই, হাসিনা  এই কথাগুলি বলেছেন।


প্রসঙ্গত, হাসিনা বলেছেন যে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে ভারতের সঙ্গে কোনো চুক্তি উনি করবেন না।

বুধবার নিজের কার্যালয় এক অনুষ্ঠানে, হাসিনা বলেনঃ "অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।”

 চার দিনের সরকারি সফরে শনিবার হাসিনা ভারতে যাবেন।

বিএনপি সরকারের থেকে দাবি জানিয়েছেন যে ভারতের সাথে চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলো আগে থেকেই তাড়া যেন জানান।

এই প্রশঙ্গে, নিজের বক্তব্যে হাসিনা বলেন, "কী মানলো না মানলো, কার কী আসে যায়?”

ভারতের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হাসিনার ভারত সফর চলাকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।