Bangladesh

জামিনে ছাড়া পেলেন ফারুক

জামিনে ছাড়া পেলেন ফারুক

| | 26 May 2013, 09:49 am
ঢাকা, মে ৩: বিরোধী দলের প্রধান জায়নুল আব্দিন ফারুক শুক্রবার জামিনে ছাড়া পেলেন।

 তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের জেল কোষ থেকে সকাল এগারোটা নাগাদ ছাড়া পান। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন, জানান বিএনপি মুখপাত্র শামসুজ্জামান দুদু।

 
দুদু জানান ফারুক হাসপাতাল থেকে সোজা বাড়ি যান।
 
মার্চ ১১-এ আইনরক্ষকেরা ১৫৭জন বিএনপি ও বিএনপির নেতৃত্বে মৈত্রী জোটের নেতাদের গ্রেফতার করে বিএনপি সদর দপ্তরে হানা দিয়ে। সেই দিন বিএনপি দপ্তরের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।
 
আটক করা নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং ঢাকা শহর ইউনিটের আহবায়ক সাদেক হোসেন খোকা পরের দিন ছাড়া পান।
 
পুলিশ ১৫৪জন নেতাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। 
 
এপ্রিল ৩০-এ উচ্চ আদালত ফারুককে বিস্ফোরণের মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করে।