Bangladesh

বাংলাদেশঃ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২১

বাংলাদেশঃ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২১

| | 26 May 2013, 04:05 am
ঢাকা, মার্চ ২৩: ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২১-এ পৌঁছয় শনিবার।

 বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পনেরোটি গ্রাম ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় শুক্রবার বিকেলে। 

 
এই ঝড়ে ২০০জনের বেশী মানুষ আহত হয়েছে ও ৩০০-র বেশী বাড়ি ভেঙ্গে গেছে, জানান জেলা অধিকর্তারা।
 
এক হাজারের বেশী গাছ উৎপাটিত হয়ে যায় এই প্রাকৃতিক দুর্যোগে।
 
ভাটশাল স্টেশন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়াতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামের মধ্যে রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 
 
ঢাকা-আগরতলা হাইওয়েতে বাস চলাচল বন্ধ হয়ে যায় রাম্রাইল থেকে চিনারের মধ্যে অনেক গাছ সড়কের ওপর ভেঙ্গে পড়াতে।
 
বর্ডার গার্ড বাংলাদেশের অধিকর্তারা জেলাতে উদ্ধারকার্য শুরু করেছেন, জানায় পুলিশ।
 
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সাধারণ হাসপাতাল ও আখাউরাতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।