Bangladesh

মোল্লা, কাম্রুজ্জামানের জেপিসি সদস্যতা বাতিল

মোল্লা, কাম্রুজ্জামানের জেপিসি সদস্যতা বাতিল

| | 26 May 2013, 01:50 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৩: জামাত নেতা আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কাম্রুজ্জামানের জাতীয় প্রেস ক্লাবের (জেপিসি) সদস্যতা বুধবার বাতিল করা হয়।

 প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি এই নির্ণয় নেয় এক বৈঠকের পর।

 
মোল্লা ও কাম্রুজ্জামানকে জুলাই ১৩, ২০১০-এ গ্রেফতারিত ঘোষণা করা হয় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ৩৪৫ মানুষ মারার জন্য।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অন ফেব্রুয়ারি ৫ তারিখে জামাতের সহকারী মহাসচিব মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় মানবতার বিরুদ্ধে অপরাধের  অভিযোগে।
 
৬৫ বর্ষীয় নেতাকে পাঁচটি যুদ্ধকালীন অপরাধমূলক মামলায় দোষী পাওয়া গেছে।
 
গত বছর জুন ৪ তারিখে আদালত জামাতের সিনিয়র সহকারী মহাসচিব কাম্রুজ্জামানের বিরুদ্ধে সাতটি মানবতার বিরুদ্ধে অপরাধের চার্জ লাগায়।
 
জুন ৮ তারিখে ট্রাইব্যুনাল ৬০ বর্ষীয় নেতাকে খুন, অপহরণ ও নির্যাতনের মতো অপরাধে দোষী পায়