Bangladesh

বিএনপি নেতা হাফিজ উদ্দিন গ্রেফতারিতঃ পুলিশ
ঢাকা, ডিসেম্বর ৩০: পুলিশ সোমবার জানায় বিএনপি ভাইস প্রেসিডেন্ট এম হাফিজ উদ্দিনকে একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশান্স) মসুদুর রহমান জানান শাহবাগে একটি বাসে অগ্নিসংযোগ করে মানবহত্যার অভিযোগে হাফিজকে গ্রেফতার করা হয়েছে।
তাঁকে সোমবার আদালতে পেশ করা হবে।
হাফিজকে রবিবার সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ গ্রেফতার করা হয় যখন তিনি জাতীয় প্রেস ক্লাব থেকে একটি সাংবাদিক সন্মেলন শেষে বেরচ্ছিলেন।
নভেম্বর ২৮এ বিহঙ্গ পরিবহণের মিরপুরগামী একটি বাসে দুষ্কৃতীরা আগুন লাগায় বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির জোটের একটি ৭১-ঘণ্টার অবরোধের সময়। উনিশজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়।