Bangladesh

তিন সন্দেহভাজন নারী জঙ্গি রিমান্ডে

তিন সন্দেহভাজন নারী জঙ্গি রিমান্ডে

| | 09 Oct 2016, 12:50 pm
ঢাকা, অক্টোবর ৯- আজ দেশের এক আদালত গ্রেপ্তার সন্দেহভাজন তিন নারী জঙ্গিকে রিমান্ডে পাঠিয়েছেন।

ঢাকার আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশি অভিযান চলার সময় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।


আদালত আজ তাদের জিজ্ঞাসাবাদের জন‌্য রিমান্ডে পাঠিয়েছেন।


আজকের আদেশটি দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মো. নূর নবী।

 

শুনানির শেষে তিনজনকে সাত দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়।

 

এই তিন নারীর পরিচয় হল আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা,আফরিন ওরফে প্রিয়তি ও শারমিন ওরফে শায়লা আফরিন।

 

পুলিশ গত ১০ সেপ্টেম্বর ঢাকার আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে এক বাড়িতে অভিযান চালিয়েছিল।

 

এই বাড়িটি সন্দেহভাজন জঙ্গিদের আস্তানা।

 

এই তিন নারীকে তখন আটক করা হয়।

 

জেএমবি নেতা তানভীর কাদেরীর লাশ উদ্ধার করা হয়েছিল এই অভিযানের সময়।