Bangladesh

ব্লগার আসিফ মহিউদ্দীন গ্রেফতার

ব্লগার আসিফ মহিউদ্দীন গ্রেফতার

| | 26 May 2013, 05:57 am
ঢাকা, এপ্রিল ৩: পুলিশ বুধবার ব্লগার আসিফ মহিউদ্দীন গ্রেফতার করে ঢাকার সেগুনবাগিচা থেকে।

 মঙ্গলবার তিনজনকে গ্রেফতার করা হয় ইন্টারনেটে ইসলাম ও নবী মুহাম্মদের বিরুদ্ধে "অশ্লীল মন্তব্য\' পোস্ট করার অভিযোগে।

 
বুধবার দুপুর দুটো নাগাদ পুলিশের গোয়েন্দা শাখার একটি দল আসিফকে গ্রেফতার করে, জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) মসুদুর রহমান।
 
সাম্প্রতিককালে সরকারকে ইসলামী সংস্থাগুলির তীব্র সমালোচনার সন্মুখিন হতে হচ্ছে ব্লগারদের প্রতি তার "নতমস্তক" ভূমিকার জন্য।
 
 ইসলামী সংস্থাগুলি সরকারকে হুমকি দিয়েছে যে "নাস্তিক" ব্লগারদের ফাঁসি দেওয়া না হলে তারা সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবে।
 
অনেকে মনে করেছেন যে এই গ্রেফতার যুবা ও অনলাইন গোষ্ঠীদের আরো নিরাশার দিকে ঠেলে দেবে, বিশেষ করে তাদের যারা ফেব্রুয়ারি ৫ তারিখ থেকে আন্দোলন করছে ১৯৭১ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবীতে।
 
জানুয়ারিতে উত্তরায় আক্রমণের পর থেকে আসিফ তার বোনের সাথে সেগুনবাগিচায় থাকে, জানায় পুলিশ।
 
জানুয়ারি ১৩-তে কিছু দুষ্কৃতীরা চাকু নিয়ে আসিফকে আক্রমণ করে যখন উত্তরায় সে তার দপ্তরে ঢুকছিল। এই হামলায় আসিফ গুরুতর আহত হয়। তাকে প্রায় এক মাস হাসপাতালে থাকতে হয়।