Bangladesh

ভারত, বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

ভারত, বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

| | 08 Apr 2017, 07:44 am
ঢাকা,/নিউ দিল্লী, এপ্রিল ৮ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে আজ নিউ দিল্লীতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে দুই দেশের মধ্যে  ২২টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

আজকে এই দুই নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন।

আজকে সকালে, মোদী নিজের টুইট বার্তায় জানিয়েছিলেন যে উনি হাসিনার সাথে বৈঠকে বসবেন।

হাসিনাকে আজকে  রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারও দেওয়া হয়েছে।

রাজঘাটে গিয়ে ভারতের জাতীর জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে আজকে শ্রদ্ধা নিবেদন করেছেন হাসিনা।

তবে, হাসিনার এই সফরে তিস্তা চুক্তি হয়নি।
গতকাল ভারতে পৌঁছান হাসিনা।