Bangladesh

নির্বাচনী ম্যানিফেস্টো উন্মোচন করলেন হাসিনা

নির্বাচনী ম্যানিফেস্টো উন্মোচন করলেন হাসিনা

| | 28 Dec 2013, 07:27 am
ঢাকা, ডিসেম্বর ২৮: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তাঁর দলের নির্বাচনী ম্যানিফেস্টো উন্মোচন করেন।
"যারা মানুষ হত্যা করছেন, সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন, মসজিদ ভাঙছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করছেন, রেল ও সড়ক যোগাযোগের ক্ষতি করছেন, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করছেন, সংখ্যালঘুদের ওপর ও তাদের প্রার্থনার জায়গাগুলির ওপর আক্রমণ চালাচ্ছেন ও গাছ কেটে দিচ্ছেন, তাদের শাস্তি পেতে হবে," হাসিনা বলেন।
 
হাসিনা শুক্রবার বাংলাদেশের মানুষদের আবেদন করেন নির্বাচন-বিরোধী শক্তিদের বিরুদ্ধতা করতে।
 
"নির্বাচন-বিরোধী শক্তিরা সমাবেশের নামে গণহত্যা করে চলেছে, মানুষকে পুড়িয়ে মারছে ও সার্বজনীন সম্পত্তি ধ্বংস করছে। এদের বিরুদ্ধতা করুন," হাসিনা বলেন।
 
হাসিনা বৃহস্পতিবার বলেন সন্ত্রাসবাদ ছড়ানোর অপরাধে একদিন বাংলাদেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচার হবে।
 
"আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। বিরোধী নেত্রীর বিরুদ্ধে আন্দোলনের নামে মানুষকে হত্যা করার ও পুড়িয়ে মারার আদেশ প্রদান অভিযোগ আনা হবে," হাসিনা বলেন। 
 
"ইনশাল্লাহ, তাঁর বিচার এই বাংলাদেশ মাটিতেই হবে, এবং আমরাই এই বিচার করব," তিনি বলেন।
 
হাসিনা খালেদাকে সাবধান করেন যাতে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছেলেখেলা না করেন।