Bangladesh

All educational institutions to remain closed tomorrow

All educational institutions to remain closed tomorrow

Bangladesh Live News | @banglalivenews | 01 Aug 2018, 12:40 pm
ঢাকা, আগস্ট ১ঃ শিক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে যে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতির ফলে আগামিকাল দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ জানিয়েছেন যে পুরো বিষয়টির উপরে আজ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

 

শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদের নাহিদ ধৈর্য ধরতে আহবান করেন।

 

নাহিদ এই ঘটনায়  শোক প্রকাশ করেছেন।

 

" এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সবাই শোকার্ত," উনি বলেন।

 

এই ঘটনায় জারা দোষী তাদের  শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে, মন্ত্রি বলেন।

 

কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসে চাপা দেওয়ায় মৃত্যু ঘটে রোববার।

 

রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা গত কিছুদিন ধরে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

 

রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ ও ভাংচুর চলছে এই ঘটনার প্রতিবাদে।

 

ঢাকা ছাড়া এই প্রতিবাদ বিক্ষোভ অন্য শহরেও ছড়িয়ে পড়েছে।

 

Image: Wikimedia Commons