Bangladesh

Awami League leader makes strong comment

Awami League leader makes strong comment

Bangladesh Live News | @banglalivenews | 23 Sep 2018, 11:33 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২৪ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ধানের শীষ এখন বিষ।

এ দেশের মানুষ এই বিষ আর পান করবে না। বিএনপিকে আর গ্রহণ করবে না। কারণ তারা জনগণের কাছে বিষে পরিণত হয়েছে।’ রোববার সকালে কর্ণফুলীর ক্রসিং এলাকার এসআর স্কয়ারের সামনে চট্টগ্রামের প্রথম পথসভায় এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। এখন দেশের মানুষের নিরাপত্তা রয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কখনো দেশের উন্নয়ন হবে না। অতীতেও হয়নি। মানুষের কোনো নিরাপত্তা থাকবে না।  বিএনপি যে ভুয়া-মিথ্যাবাদী দল তার প্রমাণ হয়ে গেছে। জাতিসংঘের দাওয়াত নিয়ে তারা প্রতারণা করেছে।


ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্য প্রক্রিয়া যেখানেই মিটিং করতে চায় সেখানেই মিটিং করবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, যেখানে সমাবেশ করতে চায় সেখানেই করুক। কিন্তু তারা বড় জায়গায় যান না। তারা পল্টনে ঢুকে যায়, নাট্যমঞ্চে ঢুকে যায়। বড় জায়গায় গেলে লোক সমাগম হবে না এই ভয়ে তারা যায় না। ৩০ দল মিলে মিটিং করেছে, এখন আমাদের পথসভার বাইরে যত লোক দাঁড়িয়ে আছে সেখানে তত লোকও ছিল না।’


এ সময় ওবায়দুল কাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর্ণফুলী-আনোয়ারা আসনের প্রার্থী হিসেবে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে পরিচয় করিয়ে দেন। সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেব! চট্টগ্রামের মানুষ জানে, কর্ণফুলী হচ্ছে বিএনপির ঘাঁটি! সেই ঘাঁটি দেখে যান, ভেঙে চুরমার হয়ে গেছে। কর্ণফুলী এখন আওয়ামী লীগের সঙ্গে। কর্ণফুলী এখন শেখ হাসিনার সঙ্গে। কর্ণফুলী এখন তরুণ জননেতা জাবেদের সঙ্গে।’


বিএনপির ঈদের পরের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের পর আন্দোলন করছে করছে বলে দশ বছরে ২০টা ঈদ গেলেও ১০দিনও আন্দোলন করতে মাঠে নামতে পারেনি। নির্বাচনের এক মাস আগে যুক্তফ্রন্টের নামে বেঈমান ক্ষমতালোভীদের নিয়ে জাতীয় ঐক্য করেছে। এটা জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য, কারণ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া কোনো জাতীয় ঐক্য হবে না।’