Bangladesh

Awami Leagues needs to be more organized and strong: Hasina

Awami Leagues needs to be more organized and strong: Hasina

Bangladesh Live News | @banglalivenews | 30 Jun 2018, 09:05 am
ঢাকা, জুন ৩০ঃ আগামী সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে শেখ হাসিনা বলেছেন যে ওনার আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী হতে হবে।

উনি বলেন দলের আরও জনসমর্থন বাড়াতে হবে।

 

দলীয় কোন্দল বাদ রাখার দিকে কর্মীদের খেয়াল রাখতে বলেছেন হাসিনা।

 

সকলকে  ঐক্যবদ্ধ থেকে যা সমস্যা আছে সমস্ত মিটিয়ে দিতে বলেছেন হাসিনা।

 

শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ২০১৮-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে ও সেখানে এই স্মস্য মন্তব্য করেছেন হাসিনা।

 

হাসিনা বলেনঃ "সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেপ্তারের পর আওয়ামী লীগসহ শিক্ষকসমাজ ও ছাত্রসমাজ প্রতিবাদ করেছিল।"

 

"তবু একটার পর একটা মামলা দিয়েছিল ওই সরকার। কিন্তু তৃণমূল নেতারা ঐক্যবদ্ধ ছিলেন বলে সেনাসমর্থিত সরকার আমাকে মুক্তি ও নির্বাচন দিতে বাধ্য হয়," উনি বলন।

 

"নির্বাচনে বিরাট বিজয়ের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। আওয়ামী লীগের লক্ষ্য দেশের সার্বিক উন্নয়ন। ২০১৪ সালে ক্ষমতায় এসেছি বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল," হাসিনা বলেন।

 

আর কিছু মাসের মধ্যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।