Bangladesh

আওয়ামী লীগের জন্য ভোট চাইলেন জয়
ঢাকা, সেপ্টেম্বর ১০: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সাজিব ওয়াজেদ জয় মঙ্গলবার বাংলাদেশের মানুষদের কাছে আওয়ামী লীগের জন্য ভোট প্রার্থনা করেন দেশের উন্নতির জন্য।
"বাংলাদেশ উন্নয়নের আরেকটি ধাপ অর্জন করল আজ। বিশ্ব প্রতিযোগিতামূলক সূচকে (গ্লোবাল কমপেটেটিভ ইনডেক্স) বাংলাদেশ আটটি ধাপ এগিয়ে গেলো আজ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের করা এই সুচকে আমাদের অর্থনীতি অন্যান্য দেশগুলোর অর্থনীতির তুলনায় কতখানি প্রতিযোগিতামূলক তা পরিমাপ করা হয়," জয় একটি ফেসবুক পোস্টে লেখেন।
"সম্প্রতি আমাদের মাথাপিছু গড় আয়ও ১,০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশের জন্য এই অর্জন একটি বড় ধরনের মাইলফলক। আর এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের যথাযথ নীতির কারণে। বাংলাদেশে এর আগে কখনোই এতো দ্রুত গতিতে উন্নয়ন হয়নি," তিনি বলেন।
"আমাদের নীতির যদি ধারাবাহিকতা রাখা হয় তবে নিশ্চিতভাবেই আমরা মধ্যম-আয়ের দেশ হিসাবে ২০২১ সালে কিংবা তারও আগে আত্মপ্রকাশ করবো। আর শুধু মাত্র আওয়ামী লীগকে ভোট দিলেই এই ধারা অব্যাহত রাখা সম্ভব," তিনি বলেন।
"বাংলাদেশ আওয়ামী লীগ- বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য!" জয় বলেন।