Bangladesh

চিড়িয়াখানার পাখি চুরি কাণ্ডে ২ গ্রেফতার

চিড়িয়াখানার পাখি চুরি কাণ্ডে ২ গ্রেফতার

| | 25 May 2013, 01:52 pm
ঢাকা, নভেম্বর ২২: পুলিশ বৃহস্পতিবার ঢাকার শাহ আলী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে ১১টি বিদেশী পাখি চুরি করার অভিযোগে।

 আবুল কালাম আজাদ, ৩৪, ও তাইয়াব উল্লা, ২৮, গ্রেফতারিত হয় নবাবের বাগ এলাকায় তাদের বাড়ি থেকে দুপুর ১টা নাগাদ, জানান শাহ আলী থানার সাব-ইন্সপেক্টর শাবির উদ্দিন শিকদের।

বুধবার শাহ আলী পুলিশ সন্দেহের ভিত্তিতে চিড়িয়াখানার দুই নিরাপত্তা রক্ষীদের গ্রেফতার করে।
মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা থেকে মঙ্গলবার ভোরে তিন জাতের ১১টি পাখি চুরি যায়।
চিড়িয়াখানার অধ্যক্ষ ডাঃ এবিএম শাহিদুল্লাহ জানান ছয়টি রিং-নেকড হলুদ পরাকিট, দুটি লোরিকিট লাল টিয়াপাখি ও তিনটি সালফার-ক্রেস্টেড কোক্যাটো একটি খাঁচা থেকে চুরি যায় মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যে।
তিনি বলেন এই চুরি সম্ভব হয়েছে রাতের পাহারাদারদের গাফিলতির কারণে।
একজন গার্ডকে সেদিন সকালেই সাসপেন্ড করা হয়।
সব চুরি যাওয়া পাখিগুলি অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল ও স্থানীয় বাজারে তাদের দাম প্রায় ৳ ১৬৫,০০০।