Bangladesh

Bangladesh Covid-19 death percentage rises to 1.45 Covid-19
File Picture Officials taking the body of a Covid19 deceased for cremation

Bangladesh Covid-19 death percentage rises to 1.45

Bangladesh Live News | @banglalivenews | 03 Oct 2020, 11:38 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ অক্টোবর ২০২০ : রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী পাঁচজন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট পাঁচ হাজার ৩০৫ জনের মৃত্যু হলো। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৯৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৬ হাজার ৩৮৩ জনে।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার বৃদ্ধি পেয়ে এক দশমিক ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। গত বেশ কয়েকদিন ধরে মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ বিরাজ করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১০৪ জন (৭৭ দশমিক ৩৬ শতাংশ) ও নারী এক হাজার ২০১ জন (২২ দশমিক ৬৪ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২৩ জন।

বিভাগ অনুযায়ী, ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে তিনজন, খুলনায় একজন, বরিশাল একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

দেশের মোট জনসংখ্যার হিসাবে প্রতি ১০ লাখ জনসংখ্যায় শনাক্ত ২১৫১.৩২ জন। এছাড়া সুস্থহার হার ১৬৩৬.০৩ জন এবং মৃতের সংখ্যা ৩১.১৫ জন।