Bangladesh

Bangladesh government won't buy China's DEMU train

Bangladesh government won't buy China's DEMU train

Bangladesh Live News | @banglalivenews | 20 Jul 2019, 12:46 pm
ঢাকা: চীনের ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) ট্রেন এক সময় বাংলাদেশে চালানোর জন্য আনলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে যে চলাচল উপযোগী নয় বলে নতুন করে এই ট্রেন আর কেনা হবে না।

ছয় বছর আগে প্রথমবার বাংলাদেশের বুকে এই ট্রেন চালু হয়েছিল।

 

তবে, সরকার নতুন করে এই ট্রেন কেনার সিদ্ধান্ত নাকচ করেছে।

 

এবং এই সিদ্ধান্তটি নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।

 


এই সপ্তাহে ওনার নেতৃত্বে, আগারগাঁওয়ের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই বিষয়টি ওঠে।

 

“বৈঠকে ‘বঙ্গবন্ধু হাইটেক পার্ক এবং ঢাকার মধ্যে শাটল ট্রেন চালুর লক্ষ্যে ডেমু সংগ্রহ’ শীর্ষক প্রকল্পটি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী বলেন, ডেমু চলাচল উপযোগী নয়। অন্যকোনো ট্রেন আমদানি করতে হবে," পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন সাংবাদিকদের এই বিষয় বলেন।

 

“প্রধানমন্ত্রী বলেছেন,‘এর আগে কেনা ডেমু ট্রেনগুলো যেহেতেু যাত্রীদের উপকারে আসেনি এবং অনেকগুলো নষ্ট হয়ে আছে। তাই নতুন করে এই ট্রেন কেনা হবে না’," উনি জানান।

 

এর জায়গায়, হাসিনা অন্য কোনও ট্রেন আমদানি করবার নির্দেশ দিয়েছেন।

 

প্রথমবার বাংলাদেশের মাটিতে ২০১৩ সালে ২৪ এপ্রিল  ডেমু ট্রেন চালু হয়েছিল।

 

সেই দিনে, কমলাপুর রেলওয়ে স্টেশনে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে দেশে প্রথম ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডেমু ট্রেন চলাচল করেছিল।

 

এই ট্রেনটির উদ্বোধন করেছিলেন হাসিনা।

 

বাংলাদেশ সরকার চীন থেকে প্রায় ৪২৭ কোটি টাকা ব্যয়ে ২০টি ডিইএমইউ ট্রেন আমদানি করেছিল।

 

এই প্রকল্পের জন্য হাসিনা সরকারের মোট ব্যয় হয় ৬৫৫ কোটি টাকা।