Bangladesh

Bangladesh names new naval chief
Amirul Momenin

Bangladesh names new naval chief

Bangladesh Live News | @banglalivenews | 18 Jul 2020, 02:20 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ১৯ : বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। আগামী ২৫ জুলাই থেকে তিন বছরের জন্য তার এই নিয়েঅগ কার্যকর হবে বলে শনিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত সাত মাস ধরে সহকারী নৌ প্রধান (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করে আসা শাহীন ইকবাল নৌবাহিনী প্রধান পদে অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

আবু মোজাফফর মহিউদ্দিন ২৫ জুলাই চাকরির মেয়াদ পূর্ণ করে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) যাচ্ছেন বলে আলাদা এক আদেশের জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।


১৯৮০ সালে অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দেওয়া শাহীন ইকবাল ১৯৮২ সালের ১ ডিসেম্বর কমিশন পান।

ভারতে সাবমেরিন বিধ্বংসী সমর কৌশলে বিশেষ প্রশিক্ষণ পাওয়া শাহীন ইকবাল গ্র্যাজুয়েশন করেন যুক্তরাষ্ট্রের নেভাল স্টাফ কলেজ থেকে। ২০০৫ সালে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এবং ২০১০ সালে ন্যাশনাল ডিফেন্স কোর্স শেষ করা শাহীন ইকবাল ২০১৫ সালে হাওয়াইয়ে কমবাইন্ড ফোর্স মেরিটাইম কমপোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স সম্পন্ন করেন।


নৌবাহিনীতে দীর্ঘ ক্যারিয়ারে শাহীন ইকবাল ফ্রিগেটসহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজের অধিনায়কত্ব করেছেন। বিএনএস তিতুমীর এবং স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালের ২৬ জানুয়ারি থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে ছিলেন শাহীন ইকবাল।