Bangladesh

Bangladesh remembers Bangabandhu

Bangladesh remembers Bangabandhu

Bangladesh Live News | @banglalivenews | 17 Mar 2020, 08:03 am
ঢাকাঃ বাংলাদেশের মাটিতে আজ এক বিশেষ দিন কারণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে বাংলার মানুষেরা ।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং  এই বিশেষ দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।


ভুটানে এক হাজার প্রদীপ জ্বেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলে উনি হাসিনাকে বার্তা দেন।

 

হাসিনা সেই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন।

সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে নিজের পিতা ও জাতির জনককে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

 

পস্পস্তবক অর্পণের শেষে, হাসিনা কিছুক্ষণ নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতির জনকের ছোট মেয়ে শেখ রেহানা, জাতির জনকের নাতনি সায়মা ওয়াজেদ হোসেন, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারি ও সেনা কর্মকর্তারা আজকে এই সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

 

আওয়ামী লীগ সভানেত্রী হিসেবেও এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অহাসিনা শ্রদ্ধা নিবেস্ন করেন।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন।


স্বাধীন বাংলাদেশের রূপকার উনি।