Bangladesh

Bangladesh to get Japanese aid to fight COVID-19
Amirul Momenin

Bangladesh to get Japanese aid to fight COVID-19

Bangladesh Live News | @banglalivenews | 01 Jul 2020, 06:42 am
ঢাকা, জুলাই ১ : চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় এক বিলিয়ন জাপানি ইয়েন বাংলাদেশকে অনুদান হিসেবে দিচ্ছে জাপান সরকার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি এ বিষয়ে খসড়া এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত ও অনাপত্তি চেয়ে অর্থ সচিবের নিকট চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। চিঠিতে বলা হয়, ‘বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে জাপান সরকার বাংলাদেশ সরকারকে এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে’।

এ অনুদান গ্রহণে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতি ইতোমধ্যে দেশটিকে জানানো হয়েছে।


চিঠিতে আরও বলা হয়, ‘জাপান দূতাবাস থেকে অনুদান প্রদান সংশ্লিষ্ট খসড়া এক্সচেঞ্জ অব নোটস প্রেরণপূর্বক এর ওপর মতামত জরুরিভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে। জাপান দূতাবাসে মতামত পাঠানোর আগে এ এক্সচেঞ্জ অব নোটসের ওপর অর্থ বিভাগের মতামত বা অনাপত্তি প্রয়োজন।’