Bangladesh

BNP engaging in blame game: Sheikh Hasina

BNP engaging in blame game: Sheikh Hasina

Bangladesh Live News | @banglalivenews | 23 Jul 2018, 11:44 am
ঢাকা, জুলাই ২৩ঃ নিজের দলের কর্মীদের সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসবে' নানা রকম খেলা' শুরু হবে।

হাসিনা বলেন যে বিএনপি 'ব্লেম গেমে' মাতছে।

 

“নির্বাচন যত এগিয়ে আসবে, নানা রকম খেলাও শুরু হবে। এতে কোনো সন্দেহ নাই," আজ প্রধানমন্ত্রী বলেছেন।

 

“তারা যখন নির্বাচনে জনগণের কাছে যেয়ে সাড়া পাচ্ছে না, তখন এই ব্লেইম গেম খেলা শুরু এবং হাতে নাতে ধরা,” উনি আরও বলেন।


বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেনের পক্ষে ১৭ জুলাই রাজশাহীর সাগরপাড়া এলাকায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী পথসভায় বোমা বিস্ফোরণের অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই মন্তব্যগুলি করেছেন।


এই বিষয় উনি আরও বলেনঃ "দেখা গেল, তাদের নিজেদেরই ভাষা বেরিয়ে আসল, তারা নিজেরাই করেছে, শুধু আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য।"


“তাদের নিজেদের ভাষ্যতেই বেরিয়ে গেল এই ঘটনাটা তারা ঘটিয়েছে। অর্থাৎ তারা নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাদের উপরে দলের উপরে অভিযোগ দিল, দোষারোপ করল," উনি বলেন।