Bangladesh

BNP extends support to Jatiyo Oikyo Prokriya

BNP extends support to Jatiyo Oikyo Prokriya

Bangladesh Live News | @banglalivenews | 23 Sep 2018, 12:45 pm
ঢাকা,সেপ্টেম্বর ২৩ঃ কামাল হোসেন ও একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আন্দোলনের পাশে দারিয়েছেন বিএনপি।

বিএনপি বেশ কিছুদিন ধরে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের গঠনের দাবি তুলে আসছে।


আর সেই পথেই কামাল হোসেন ও একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আন্দোলনের মাঝে নতুন আশার আলো দেখছে খালেদা জিয়ার দল।


একাদশ সংসদ নির্বাচনের তোড়জোড়ের মধ্যে কামাল হোসেন ও বি চৌধুরী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচটি দাবি তুলে  একটি নাগরিক  সমাবেশ অনুষ্ঠিত করে শনিবার।

 

জোট শরিক বেশ কয়েকটি দলের নেতাদের নিয়ে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের নেতারা ।

 

এই সময় আলমগীর বলেনঃ "চরম দুর্দিনে যখন জাতি একটা মুক্তির পথ খুঁজছে, তখন ড. কামাল হোসেন পথ দেখিয়ে জনগণকে সামনে নিয়ে আসছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ জাতীয় নেতৃবৃন্দ এক মঞ্চে উপস্থিত হয়েছে, তাদের ধন্যবাদ জানাতে চাই।” 

 

উনি বলেন জেলে যাওয়ার আগে জিয়া বলেছেন যে 'জাতীয় ঐক্য' ছাড়া কোনো বিকল্প নাই।

 

“দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত নির্জন কারাগারে আটক করে রাখা হয়েছে। তার সুচিকিৎসা হচ্ছে না। তার যে মৌলিক অধিকারগুলো রয়েছে, তা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে," উনি বলেন।

 

“তারপরও তিনি সেই কারাগার থেকে আমাদেরকে খবর পাঠিয়েছেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য তৈরি করে এই দুঃশাসনকে সরাতে হবে," আলমগীর বলেন।


উনি আর বলেন যে দেশের মানুশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন দেখতে চায়।


মওদুদ বলেন, “এই স্বৈরাচারী সরকারকে অপসারণ করা  সম্ভবপর হবে না জাতীয় ঐক্য ছাড়া।"


আর কিছু মাসের মধ্যেই দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারন নির্বাচন।


আওয়ামী লিগ কি বলছেঃ


এই শনিবারের সমাবেশে বিএনপি যোগ দেওয়ার বিষয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে ওটি একটি ‘সাম্প্রদায়িক ঐক্য’।


কাদের বলেন, “যে জাতীয় ঐক্যের কথা আপনারা বলছেন, সেটা বিএনপির জাতীয়তাবাদী সাম্প্রদায়িক জাতীয় ঐক্য।"

 

উনি বলেনঃ "যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, সেই বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্য হবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।”