Bangladesh

এমকে আনোয়ার জামিন পেলেন
ঢাকা, অগাস্ট ২২: একটি ঢাকা আদালত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের জামিন মঞ্জুর করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার একটি মামলায়।
আনোয়ার আদালতে আত্মসমর্পণ করেন তথ্য ও যোগাযোগ আইনের অধীনে দায়ের করা একটি মামলায়।
কুমিল্লার সাংসদ আনোয়ার বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মোস্তফা শাহরিয়ার খান এই অর্ডার পাস করেন।
মে ৬এ একটি সাংবাদিক সন্মেলনে আনোয়ার অভিযোগ করেন যে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশিস বিশ্বাস বইতুল মুকাররাম মসজিদের সামনে পবিত্র কোরান পোড়ান মে ৫এ হেফাজতের হিংসাত্মক তাণ্ডবের প্রতিবাদ করতে।
দেবাশিস আনোয়ারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মে ৭এ এই বলে যে তাঁর সব অভিযোগ \'মিথ্যা, বানানো ও মর্যাদাহানিকর\'।