Bangladesh

নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩১

নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩১

| | 26 May 2013, 10:16 am
ঢাকা, মে ১৭: পুলিশ শুক্রবার টেকনাফ উপকূল থেকে উদ্ধার করে নয়টি শিশুর মরদেহ। এখনো পর্যন্ত সাইক্লোন মহাসেনের প্রভাবে বঙ্গোপসাগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা ৩১।

 শুক্রবার মরদেহগুলি দরগা ছরা ও হাবির ছরা থেকে উদ্ধার করা হয় সকাল ছয়টা থেকে দুপুর তিনটের মধ্যে, জানান টেকনাফ থানার ইন্সপেক্টর দিদার ফিরদৌস।

 
তিনি জানান মৃত শিশুদের বয়স ১০ থেকে ১২র মধ্যে।
 
দেহগুলি টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার একটি ট্রলার ডোবার কিছু পরই কোস্ট গার্ডের অধিকর্তারা টেকনাফ উপকূল থেকে উদ্ধার করে ২২টি মৃতদেহ। 
 
মৃতদের মধ্যে ছিল ১৫টি শিশু, তিনজন মহিলা ও চারজন পুরুষ।
 
দুর্ঘটনাটি ঘটার সঠিক সময় জানা না গেলেও ফিরদৌস জানান অগণিত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায় যখন মহাসেন উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে।
 
ট্রলারটি টেকনাফ থেকে মালেশিয়া যাচ্ছিল।