Bangladesh

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেন
ঢাকা, এপ্রিল ২৪: চট্টগ্রামগামী একটি ট্রেনের পাঁচটি কামরা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় লাইনচ্যুত হয়ে যায় বুধবার দুপুরে।
এই ঘটনায় কোন হতাহতের খবর নেই, জানায় পুলিশ।
ছাত্তলা এক্সপ্রেসের পাঁচটি কামরা দুপুর আড়াইতে নাগাদ পগাছাং ও বাৎসলা স্টেশনের মাঝে ছিনাইর এলাকায় লাইনচ্যুত হয়ে যায়, জানান ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার অমৃত লাল।
দুপুর সাড়ে তিনটে নাগাদ আখাউরা থেকে একটি উদ্ধারকারী এসে উদ্ধারকার্য শুরু করে।
টেনটি লাইনচ্যুত হবার কারণ এখনো জানা যায় নি।