Bangladesh

কিছু টিভি চ্যানেলের নেতিবাচক সংবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে, মন্তব্য করলেন মন্ত্রী
ঢাকা, জুলাই ২৫- সোমবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যে দেশের কিছু টিভি চ্যানেলের নেতিবাচক সংবাদে শান্তির ‘বিঘ্ন ঘটে ও বিশৃঙ্খলা সৃষ্টি’ করে।
আজকে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের উত্তর দেওয়ার সময় ইনু এই কথাগুলি বলেছেন।
"কিছু চ্যানেল স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক সময় সংবাদের নেতিবাচক দিক প্রচার করে," ইনু বলেন।
উনি আর বলেনঃ "এতে শান্তির বিঘ্ন ঘটে ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।"
উনি বলেন যে আজকের সরকারের সময় দেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে।
মন্ত্রী বলেন যে সরকার প্রত্যাশা করেন যে দেশের গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।
উনি বলেনঃ "স্বাধীনতার সাথে দায়বদ্ধতার বিষয়টিও জড়িত।”