Bangladesh

জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরু, বার করে আনা হল নারি ও শিশু

জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরু, বার করে আনা হল নারি ও শিশু

| | 27 Apr 2017, 06:20 am
ঢাকা, এপ্রিল ২৭ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় আবার একবার জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছে।
পুলিশের বিশেষায়িত দল সোয়াট এই অভিযান চালাচ্ছে।


এই অভিযানের নাম ‘ইগল হান্ট’।

এই মুহূর্তে ওই এলাকা থেকে গুলির মুহুর্মুহু শব্দ শোনা  যাচ্ছে।

 

শেষ পাওয়া খবর অনুযায়ী, ভবন থেকে এক নারি অ আরেকটি শিশুকে বার করে আনা হয়েছে।


পুলিশ জানিয়েছেন বুধবার সকালে বাড়িটি ঘিরে ফেলেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


পুলিশ জানিয়েছেন তাদের কাছে প্রাথমিক খবর আছে যে এই বাড়িতে আব্য নামের এক ব্যাক্তি স্ত্রী-সন্তানসহ অবস্থান করছেন।



বাড়িতে যারা আছেন তাদের মাইকে বার বার আত্মসমর্পণের জন্য আহ্বান করেছেন পুলিশ।

 

এই বাড়ির আশেপাশে যে  বাড়িগুলি  আছে সেখানে থাকা ব্যাক্তিদের নিরাপদ স্থানে সরানো হয়েছে, জানিয়েছেন পুলিশ।

 

উপজেলা প্রশাশন আজ সকাল ছয়টা থেকে ত্রিমোহনী শিবনগর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

 

গত বছর বাংলাদেশের মাটিতে গুলশান হামলা ঘটে।

 

এই জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ২০ জন ব্যাক্তি।

 

তাদের মধ্যে বিদেশী নাগরিক ছিলেন।

 

সেই হামলার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।