Bangladesh

সন্ত্রাসী এরশাদ শিকদারের বডিগার্ড রাজধানীতে গ্রেফতার

সন্ত্রাসী এরশাদ শিকদারের বডিগার্ড রাজধানীতে গ্রেফতার

| | 23 Jan 2016, 12:10 pm
ঢাকা, জানুয়ারি ২৩- শনিবার পুলিশ জানিয়েছেন যে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের বডিগার্ড ও ১৭ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ রাজধানীর খিলগাঁও তালতলা এলাকা হতে তাকে গ্রেফতার করে ।

 

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ শামসুল আলম শেখ, পিতা-মৃত. আমিনুদ্দিন শেখ। তার বাড়ি খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামে।

 

গোয়েন্দা ও অপরাধতথ্য(পূর্ব) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব আলম পিপিএম ও অতিঃ উপ-পুলিশ কমিশনার, জনাব খন্দকার নূরুন্নবীর সহ-নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল হোছাইন,পিপিএম এর নেতৃত্ত্বে খিলগাঁও জোনাল টিমের একটি দল গোপন সূত্রের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ০৬.৩০ টায় তাকে গ্রেফতার করেন।

 

"খুলনার বিজ্ঞ বিশেষ ট্রাইবুনাল আদালত-০৩ অস্ত্র আইনের ১৯ এ ও ১৯ এফ ধারা, রূপসা থানার মামলা নং- ১০, তারিখ- ৩১/১২/২০০৫ খ্রিঃ, মোতাবেক তাকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন," একটি বিবৃতির মাধ্যমে জানায় পুলিশ।

 


পুলিশ আজ আসামীকে ৫৪ ধারায় সিএমএম কোর্টে প্রেরণ করলে কোর্ট তাকে জেলহাজতে পাঠায় বলে জানান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল হোছাইন।

 


উক্ত আসামী খুলনা এলাকার কুখ্যাত সন্ত্রাসী, খুনি ও মৃত্যুদন্ড কার্যকরী হওয়া আসামী এরশাদ শিকদারের বডিগার্ড ছিল এবং সে উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী, খুনি ও চোরাকারবারী বলে জানা যায়।