Bangladesh

নতুন প্রধান বিচারপতি হবেন সৈয়দ মাহমুদ হোসেন

নতুন প্রধান বিচারপতি হবেন সৈয়দ মাহমুদ হোসেন

| | 02 Feb 2018, 06:08 am
ঢাকা, ফেব্রুয়ারি ২ঃ সৈয়দ মাহমুদ হোসেনকে বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
উনি ছিলেন  আপিল বিভাগের বিচারপতি।


নতুন পদে ওনাকে নিযুক্ত করেছেন রাশ্ত্রপতিম আবদুল হামিদ।

আজকের রাষ্ট্রপতি  বেলা সোয়া দুইটায় প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত পত্রে স্বাক্ষর  করেছেন।

শনিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে হোসেন নতুন প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর হোসেন জন্মগ্রহণ করেন।

লেখাপড়ার জীবনে উনি  বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

এর বাইরে, উনি  লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে ছয় মাসের ‘কমনওয়েলথ ইয়াং ল ইয়ার্স কোর্স’ করেছেন।