Bangladesh

Case will be registered without proper papers

Case will be registered without proper papers

Bangladesh Live News | @banglalivenews | 22 Sep 2018, 10:00 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২৩ : রাজবাড়ীতে ট্রাফিক আইনে জনসাধারণ ও যানবাহনের চালকদের সচেতন করার লক্ষ্যে ট্রাফিক ক্যাম্পেইন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১০টার দিকে জেলা পুলিশের উদ্দ্যোগে শহরে পান্নাচত্ত্বর এলাকায় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

 

এ সময় অভিযানে মোটর চালকদের মোটরযানের সব ধরনে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

 

এতে সে সকল চালকের কাগজপত্র সঠিক পাওয়া যায়, তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

 

আর যেসব চালকের কাগজপত্র ঠিক নেই তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। 

 

এছাড়া ট্রাফিক আইন বিষয়ে সাধারণ জনগণকে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।


অভিযানে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মোটরযানের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা বিআরটিএর ইন্সেপেক্টর একে আজাদ, টিআই আবুল হোসেন, সার্জেন্ট শাহ নেওয়াজ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।