Bangladesh

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হল ট্রেন
ঢাকা, মে ২৩: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী ও চট্টগ্রাম-সিলেটের মধ্যে রেল চলাচল ব্যাহত হয় শুক্রবার সকাল থেকে যখন এক ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয় সকাল সাড়ে এগারোটা নাগাদ যখন তার একটি কামরার দুটি চাকা খুলে যায়, জানান রেলওয়ে ইস্ট জোনের উপ-পরিচালক (পাবলিক সম্পর্ক) মিজানুর রহমান।
এই ঘটনার ফলে তিনটি রুটে ট্রেন চলাচল রুখে যায়।
আখাউরা রেল স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।