Bangladesh

Chawkbazar Tragedy: Rickshaw puller Anwar dies

Chawkbazar Tragedy: Rickshaw puller Anwar dies

Bangladesh Live News | @banglalivenews | 25 Feb 2019, 11:22 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২৬: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকা-ে দগ্ধ আনোয়ার হোসেন (৫৫) মারা গেছেন।

 এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১০টায় মারা যান তিনি। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল ও ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ কথা জানান।


নিহতের ছেলে হৃদয় জানান, তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন রিকশাচালক। অগ্নিকা-ের সময় চুড়িহাট্টার নন্দকুমার দত্ত সড়ক দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আর তখনই এ ঘটনায় দগ্ধ হন।


আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। স্ত্রী হাজেরা, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি।


এর আগে সোমবার দুপুরে দগ্ধ রিকশাচালক আনোয়ার হোসেনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছিল মেডিকেল বোর্ড। দুপুরের দিকে দগ্ধদের চিকিৎসায় গঠিত ৯ সদস্য মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেও ৯ সদস্যের মেডিকেল বোর্ড বসেছি- দগ্ধদের পরবুতী চিকিৎসা নিয়ে করণীয় প্রসঙ্গে। এর মধ্যে আনোয়ারের অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তার শরীরের ৬১ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসাধীন আনোয়ার ছাড়াও সোহাগসহ আরও তিনজনের অবস্থাও তেমন ভালো নয়। তাদের শারীরিক অবস্থা স্ট্যাবল রয়েছে।