Bangladesh

ভবন ধসঃ বাম পার্টিদের হরতাল মে ২

ভবন ধসঃ বাম পার্টিদের হরতাল মে ২

| | 26 May 2013, 06:55 am
ঢাকা, এপ্রিল ২৭: বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দলগুলি শনিবার ঘোষণা করে যে তারা মে ২-এ একটি দেশব্যাপী হরতাল পালন করবে সরকারের ওপর তাদের ১০টি দাবী মানার জন্য চাপ সৃষ্টি করতে।

 তাদের ১০ পয়েন্ট দাবীগুলির মধ্যে আছে রানা প্লাজা ও পাঁচটি রেডিমেড বস্ত্র কারখানার মালিকদের গ্রেফতারের দাবী।

 
কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও গণতান্ত্রিক বাম মোর্চা এই হরতালের ঘোষণা করে।
 
ইতিমধ্যে, ঢাকার সাভারে ভবন ধসে মৃতের সংখ্যা শনিবার বেড়ে দাঁড়াল ৩৪০-এ।
 
উদ্ধারকারীরা শনিবার নয় তলা রানা প্লাজার ধ্বংসাবশেষ থেকে টেনে বের করে ২৫টি মৃতদেহ।
 
১৯জন মানুষকে জীবিত উদ্ধার করা হয় শনিবার।
 
এখনো পর্যন্ত ২৪২৫জনকে রানা প্লাজার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে।
 
"আমরা আজ দুপুর ১টা ২০ অবধি ৩৪০টি মৃতদেহ পেয়েছি। ৩২৬টি দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে," জানান পুলিশ কন্ট্রোল রুমের এক অফিসার।
 
শনিবার সকালে তিনজন মানুষকে জীবিত পায় রানা প্লাজার দ্বিতীয় তলাতে; তাদের দুপুরের মধ্যে উদ্ধার করা হয়। 
 
উদ্ধারকারীরা জানান তারা কোন ভারি যন্ত্রপাতি ব্যবহার করছেন না কেননা তারা মনে করছেন যে আর জীবিত মানুষ আছে ধ্বংসাবশেষের নীচে।
 
দুটি শক্তিশালী ক্রেন শনিবার ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকার্যে ব্যবহারের জন্যে।
 
বুধবার সকাল পৌনে নয়টা নাগাদ সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল।  
 
শনিবারেও চলতে থাকে উদ্ধারকার্য।  
 
শাহিনুর ইসলাম, ইন্টার সার্ভিসেস জন সম্পর্ক পরিচালক, জানানঃ "সরকারের আদেশ অনুযায়ী মানুষের জীবন বাঁচানো আমাদের প্রধান কর্তব্য। আমরা ততক্ষণ উদ্ধারকার্য চালাবো যতক্ষণ না শেষ মানুষটিকে আমরা টেনে বের করছি।" 
 
"আমাদের কাছে জরুরী সব যন্ত্রপাতি আছে। আমরা সেগুলির যথাযত প্রয়োগ করছি," ইসলাম বলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রানা প্লাজার মালিক ও চারটি বস্ত্র কারখানার মালিকদের গ্রেফতারের নির্দেশ দেন।
 
"এই নির্দেশ সব আইন সংস্থাগুলিতে পাঠানো হয়ে গেছে," জানান  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
 
শাকিল জানান পুলিশ ইতিমিধ্যেই তাদের অপারেশন শুরু করেছে ভবন ধসের জন্য দায়ী ব্যাক্তিদের গ্রেফতার করার জন্যে।
 
প্রধানমন্ত্রীর এই নির্দেশের কিছু ঘণ্টা আগেই রানা প্লাজার মালিক সহেল রানার দুই আত্মীয়কে তাদের গ্রাম মানিকগঞ্জ থেকে আটক করা হয়েছে।
 
রানা প্লাজায় একটি বাজার, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা আছে।