Bangladesh

জঙ্গি বিরোধী অভিযানে জয় পেল সেনাবাহিনী, দেশের মানুষ

জঙ্গি বিরোধী অভিযানে জয় পেল সেনাবাহিনী, দেশের মানুষ

| | 31 Mar 2017, 09:13 am
ঢাকা, মার্চ ২৮ঃ জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আবার অভিযানের মাধ্যমে জঙ্গি দমনে সাফল্য লাভ করেছেন।

সিলেটের মাটিতে, জঙ্গিদের বিরুদ্ধে দেশের সেনাবাহিনী ও অন্যান্য রক্ষাবাহিনীরা বড় জয় লাভ করেছেন।

সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানা ঘিরে গত কিছুদিন ধরে চলেছে সাঙ্ঘাতিক লড়াই।

লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে কঠিন লড়াই শেষে জয় পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনী।

গত কিছুদিন ধরে চলা অভিযান শেষে,

জঙ্গি আস্তানার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনীর কমান্ডো দল।

চার জঙ্গির লাশ ও পাওয়া গেছে সেখানে।

এই তথ্যগুলি জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান।

‘অপারেশন টোয়াইলাইট’ বাংলাদেশের মাটিতে গত কিছু বছরে এক দুঃসাহসিক অভিযান ছিল।

এই বিষয় সাংবাদিকদের বলতে গিয়ে, সেনা সদর দপ্তরের কর্মকর্তা ফখরুল বলেন, “দুঃসাহসিক অভিযানের জন্য আমরা সকলেই গর্বিত। আপনারও গর্ববোধ করতে পারেন।"

এই সাফল্যের মাঝেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া ভাষায় বলেছেন যে ওনার সরকারের চালানো

অভিযানে যাদের ‘মনবেদনা’ তারাই জঙ্গিদের রক্ষার জন্য বিভিন্ন কথা বলে।


হাসিনা বলেনঃ “আমরা যখন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাই, তখন মনবেদনা কারা পায় সেটা আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন, নিজেরাই দেখতে পাচ্ছেন।"

“যাদের খুবই মনবেদনা হচ্ছে; তারা জঙ্গিদের কিভাবে ঢাকবে, কিভাবে তাদেরকে রক্ষা করবে, কিভাবে জনগণের দৃষ্টি ঘোরাবে সেই কথাই ভাঙা রেকর্ডের মত বাজিয়ে বাজিয়ে বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে,” উনি বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বলেছিলেন যে সরকার যেন অভিযানের মাধ্যমে  ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহারের পথ ছাড়ে।

 

" জঙ্গিবাদ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়," উনি বলেছিলেন।

 

এর মাঝে, দেশের সরকার জানিয়েছেন যে বাংলাদেশের মাটিতে আই এস এর অস্তিত্ব নেই।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার বলেছেন যে দেশের মাটিতে এখনও জঙ্গিগোষ্ঠীটি আইএসের অস্তিত্ব শনাক্ত করা যায়নি।

 

“আমরা তো চাচ্ছি আইএস বলে যদি কিছু থাকে তা দেখব, সে মানুষকে (আইএস) সনাক্ত করব," মন্ত্রী বলেন।

 

"আমাদের সৌভাগ্য হয়নি আইএস আজ পর্যন্ত বাংলাদেশে শনাক্ত করার," উনি বলেন।