Bangladesh

Current water from Halda

Current water from Halda

Bangladesh Live News | @banglalivenews | 04 Jan 2019, 08:18 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ৪: মা মাছ নিধনে ব্যবহৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) দিনভর হাটহাজারী উপজেলার মদুনাঘাট থেকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

ইউএনও বলেন, ‘নির্বাচনের কারণে মাঝখানে কিছুদিন হালদা নদীতে অভিযান পরিচালনা করা যায়নি।

বৃহস্পতিবার থেকে আবার অভিযান শুরু করেছি।

 

প্রথম দিনেই ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

 

তাছাড়া সরকারি উদ্যোগে হালদা নদীতে ১০৭ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে।’


তিনি জানান, গণ তিন মাসে হালদা নদীতে ২৬টি অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে পাঁচটি ড্রেজার ধ্বংস, প্রায় এক লাখ টাকা জরিমানা, অবৈধভাবে উত্তোলিত ৫৬ হাজার ঘনফুট বালি, ২৫ হাজার ২০০ মিটার জাল, ২৩২টি ব্যাটারি ও ৮৮টি চার্জার জব্দ, দুইটি নৌকা জব্দ এবং একজনকে এক মাসের কারাদ- দেয়া হয়।